দুর্ঘটনা

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ২:১৯:৪২ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাওহিদ ও আফছা মণি দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২৫) বিকাল ৩টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন, তাওহিদ (৬) পশ্চিম পাগুলী গ্রামের আনারুল হকের ছেলে ও আফছা মণি (৫) আনারুলের চাচাতো ভাই সামিউল হকের মেয়ে। জানা গেছে, বাড়ির পাশে পুকুরের পানিতে পরে তারা মারা যায়।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে

Author

আরও খবর

Sponsered content