অভিযান

সিলেটের গোয়াইনঘাটসহ দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ১২:৩৯:১৬ প্রিন্ট সংস্করণ

আখলাক হুসাইন, সিলেট থেকে: অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা এবং অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে সিলেটের বিভিন্ন উপজেলাসহ দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬এপ্রিল) দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে ৩৫টি এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে এসব অভিযান চালায়। এই ধারাবাহিকতায় ১৬এপ্রিল দুপুরে গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের একটি টীম অভিযান পরিচালনা করে। এ সময় গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার মাসুদ পারভেজ ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে দুদক টিম।

এ ব্যাপারে গোয়াইনঘাটের সাব-রেজিস্টার মাসুদ পারভেজের সাথে মোটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বিভিন্ন বাহানায় তিনি এবিষয়ে কথা না বলতে এড়িয়ে যান। তাই এব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content