আখলাক হুসাইন, সিলেট থেকে: অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা এবং অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে সিলেটের বিভিন্ন উপজেলাসহ দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬এপ্রিল) দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে ৩৫টি এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে এসব অভিযান চালায়। এই ধারাবাহিকতায় ১৬এপ্রিল দুপুরে গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের একটি টীম অভিযান পরিচালনা করে। এ সময় গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার মাসুদ পারভেজ ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে দুদক টিম।
এ ব্যাপারে গোয়াইনঘাটের সাব-রেজিস্টার মাসুদ পারভেজের সাথে মোটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বিভিন্ন বাহানায় তিনি এবিষয়ে কথা না বলতে এড়িয়ে যান। তাই এব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায় নি।