মাদক

কুয়েতে অবৈধ প্রবাসীর কাছ থেকে ১,৫০০ বোতল বিদেশি মদ উদ্ধার

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ , ৩:৩৯:১৬ প্রিন্ট সংস্করণ

এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ মূল্য প্রায় ১ লাখ কুয়েতি দিনার, গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশের হেফাজতে

কুয়েতের ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীন জেনারেল ডিপার্টমেন্ট ফর কমব্যাটিং নারকোটিকস এক অভিযানে এক অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে, যার কাছ থেকে প্রায় ১,৫০০ বোতল আমদানিকৃত বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় দৈনিক আল রাইয়ের খবরে বলা হয়েছে, গোপন তথ্য ও নজরদারির ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে প্রায় ১ লাখ কুয়েতি দিনার মূল্যের মদ ও মাদক ব্যবসা থেকে অর্জিত সন্দেহভাজন একটি অর্থের পরিমাণও জব্দ করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content