মো: শুভ ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. আতিকুর রহমান এ রায় দেন।
মামলার বিবরণের প্রকাশ ২০২১ সালে ১৬ই জুলাই রাজশাহী জেলার সীমান্তপুর গোদাগাড়ী গ্রামের মোঃ সোহেল রানা, আবুল কালাম আজাদ, আসাদুল ইসলাম, শফিকুল ইসলাম ও আনারুল ইসলাম ১৫ লাখ টাকার হিরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবস্থান করে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার র্যাব অভিযান চালিয়ে হিরোইন সহ তাদেরকে আটক করে। পরে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আতিকুর রহমান সোহেল রানা, আবুল কালাম আজাদ, আসাদুলকে যাবজ্জীবন দেয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম ও আনারুল ইসলামকে কে খালাস দেওয়া হয়েছে।
পরে তাদেরকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক : ফাহাদ
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © মুক্তকথন গ্রুপ