প্রতিবাদ, বিক্ষোভ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বোয়ালমারী সাতৈর বাজারে তীব্র বিক্ষোভ মুসলিম উম্মাহর সমর্থন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ , ২:৪০:৩৩ প্রিন্ট সংস্করণ

আব্দুল মতিন মুন্সী : গাজায় ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলের নির্মম গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বোয়ালমারী উপজেলা সাতৈর বাজারে ছাত্র ও যুব সমাজের আয়োজনে রবিবার (১৩এপ্রিল) এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো হামলাকে “ইসলামী উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ” আখ্যা দিয়ে বলেন, “গাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মুসলমানদের রক্ত ঝরানো বন্ধ করতে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।” তারা জাতিসংঘ, ওআইসি এবং মুসলিম দেশগুলোর নেতৃত্বকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মিছিলে স্থানীয় ইমাম, উলামা, তরুণ সমাজ ও সাধারণ মুসল্লিরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “ফিলিস্তিনি মুসলমানদের রক্ষায় আমরা আমাদের দায়িত্ব ভুলিনি। এখন সময় সমগ্র মুসলিম উম্মাহর এক হওয়ার।” তারা গাজায় মানবিক সহায়তা পাঠানোসহ কূটনৈতিক চাপ বৃদ্ধিরও দাবি তোলেন।

Author

আরও খবর

Sponsered content