মোঃ খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিশাত (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে সময়ে গুরুতর ভাবে আহত হয়েছেন আরো ২জন। আহতদের উদ্ধার করে স্থানিয়রা তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হারাদিঘী নিউমার্কেট ডাহুক ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত হলেন উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের ডাঙ্গী কালদাসপাড়া গ্রামের বাসিন্দা আমির হামজার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নিশাত তার চাচাতো ভাই মুরসালিনসহ একই মোটরসাইকেলে শালবাহান বাজারে যাচ্ছিল। ডাহুক ব্রীজ এলাকায় পৌঁছালে উপর দিক শালবাহান বাজার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুরে মেডিকেলে প্রেরণ করে। এবিষয়ে
৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তারেক হোসেন বলেন, মুত্যুর খবর পাওয়ার পরে পঞ্চগড় সদর হাসপাতাল থেকে লাশটি আনার জন্য তেঁতুলিয়া মডেল থানায় অবহিত করেছি। খুব শিঘ্রই লাশটি আনা হবে । এব্যাপারে
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুসা মিয়া, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।