ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জুঁই নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখবয়বে এসিড দিয়ে ঝলসে দেওয়ার মতো নারকীয় ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা (জুমার নামাজের পর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, এবং সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুসল্লিরা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সুমন শেখ বলেন," এই মানববন্ধন শুধু একটি শিশুর জন্য নয় এটা সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে। জুলাই বিল্পবের পরেও কেন আমরা জানমালের নিরাপত্তা পাচ্ছি না,নারী ও শিশু নির্যাতন কমছে না। প্রশাসন জেগে উঠুন।"
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "এরকম শিশু ধর্ষণ মেনে নেয়া যায় না। আমরা পরিবর্তিত রাষ্ট্র দেখতে চাই। সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ইবিতে মানববন্ধন হচ্ছে। যতোদিন পর্যন্ত সারাদেশে ন্যায়বিচার ও শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততোদিন আমরা আন্দোলন সংগ্রাম করে যাবো।"