সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ কেজি স্কুল ইউনিটির নির্বাচনে সভাপতি মহসিন সম্পাদক তৌহিদ নির্বাচিত

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৫ , ৯:৪০:৫১ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জ কেজি স্কুল ইউনিটির নির্বাচনে সভাপতি মহসিন সম্পাদক তৌহিদ নির্বাচিত হয়েছে।

শনিবার সকালে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক অরবিন্দ পাল।

নির্বাচন কমিশনার ত্রিধারা মাল্টিমিডিয়া স্কুল এর প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র পাল এর পরিচালনায় আগামী দুই বছরের জন্য সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় দারুল ইসলাম মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ মহসিন।

সম্পাদক নির্বাচিত হয় নব দিগন্ত কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম,

কোষাধ্যক্ষ শিশু কানন একাডেমি প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম। প্রচার সম্পাদক পৌর হাজীপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান ফিরোজ আলম শান্ত। মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা রানী নাগ নির্বাচিত হন।

পরে নতুন কমিটি তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা আগামী দিনের সংগঠনের পরিচালনা সবার সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Author

আরও খবর

Sponsered content