মাদক

ময়মনসিংহ গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাই শ্বশুর আটক

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৫ , ৪:১২:০১ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ১ হাজার ৮০০ শত পিস ইয়াবাসহ শ্বশুর ও মেয়ের জামাতাকে আটক করেছে ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, শনিবার ১৯ এপ্রিল ২৫ সকাল ১১টায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙ্গাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে শশুর রইছ উদ্দিন (৬০) ও জামাতা সজীব আহমেদকে (৩০) আটক করা হয়েছে।

এসময় তাদের বসত ঘর থেকে পলিথিনে মোড়ানো এক হাজার আটশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কানিজ ফাতেমা। এ এসময় উপস্থিত ছিলেন অপর পরিদর্শক চন্দন গোপাল সুর।

পরিদর্শক কানিজ ফাতেমা জানান, জামাই-শশুর মিলে দীর্ঘদিন যাবত তাঁরা ইয়াবা বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ১ হাজার ৮০০ শত পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, একটা বড় ধরনের মাদক সিন্ডিকেটের সাথে তাঁরা জড়িত। এব্যাপারে গৌরীপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে

Author

আরও খবর

Sponsered content