সারাদেশ

লালপুরে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি বর্ষণ

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৫ , ১:৩৯:০৫ প্রিন্ট সংস্করণ

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এলাকায় আতংক ছড়াতে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়িয়া নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সোনাবাহিনী ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানায়, গত ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের মাদক ব্যবসায়ী মনি সরদার একই গ্রামের গোলাম কিবরিয়া কাজলের কাছে মাদক কেনাবেচা সংক্রান্ত পাওনা টাকা চায়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে পরদিন কাজলের মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনি সরদারের বিরুদ্ধে ৬০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে। এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার আতংক ছড়াতে তার কাছে থাকা রিভলবার দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা কাজলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, কাজলকে মারধরের পর এলাকাবাসী উত্তেজিত হলে মাদক ব্যবসায়ী মনি সরদার এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content