আব্বাস উদ্দিন:জেলা ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় মানিক মিয়া নামক, পিতা মনসুর আলী, চুন্টা ইউনিয়নের একজন মাদকসেবী মাদক গ্রহণ করে মাতলামি করতেছিলো। এইসময় সরাইল থানা পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত তার অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। এছাড়া তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মনিরবাগ এলাকায় একটি পুকুর থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করে পুকুর থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করার চেষ্টা করে। এই সময় অভিযানের টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ড্রেজার মেশিনসহ অপরাধের সকল আলামত জব্দ করা হয়। এবং ঐসকল মালামাল গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়। এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে নির্দেশনা প্রদান করেন ।