মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। কেউ কেউ তার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন।এ অবস্থায় রোববার (২০ এপ্রিল) সকালে সেই ওসি নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে, প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’
এই স্ট্যাটাসের পর তার বিরুদ্ধে আরও বেশি সমালোচনা শুরু হয়েছে।স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও সদর থানার এই ওসি দ্বারা মানুষ নিষ্পেষিত হচ্ছিল। অবশেষে তাকে বদলি করা হয়েছে। এতে সবাই সন্তুষ্ট। তারপরও সে নিজেকে জাহির করতে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার বদলি হয়েছে বলে আমরা সন্তুষ্ট