বাংলাদেশ

চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা শাখার উদ্যেগে সি আরবি শপথ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৫ , ২:২৯:৪০ প্রিন্ট সংস্করণ

মোঃ-জাহিদুল ইসলাম, সীতাকুণ্ড চট্টগ্রামঃ নিরাপদ খাদ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের দায় সবার এ স্লোগানকে সামনে রেখে আজ সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার,সীতাকুণ্ড চট্টগ্রাম।

মুখ্য আলোচক ডিজাইনার কে জি এম সবুজমহাসচিব, ক্রেতা সুরক্ষা আন্দোলন -সি আরবি। সভাপতিত্ব করেন- মাওলানা তাওহীদুল হক চৌধুরী সভাপতি, সি আরবি চট্টগ্রাম উত্তর জেলা শাখা।তিনি বলেন আমাদের সকলকে একসাথে কাজ করে যেতে হবে সাধারন জনগনের জন্য,এ সময় আরো উপস্থিত   ছিলো সাবেক ৮নং ওয়ার্ড  কাউন্সিলর রফিক।উপস্থিত ছিলো সীতাকুণ্ড ছাত্র প্রতিনিধি ইমরান হেসেন।

তিনি বলেন আমরা প্রতিবছর রমজান ও ঈদ আসলে সীতাকুণ্ড বাজারে বড় বাস ও সিএনজি গুলোর বেপরোয়া ভাড়া বৃদ্ধি ও মানুষের দৈনন্দিন জিনিসপত্রের দাম যে হারে বাড়ে মধ্যবিত্ত ও নিম্ন বিত্তরা অসহায় হয়ে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  জাতীয় নাগরিক পার্টি সংগঠক ফজলে রাব্বি চট্টগ্রাম উত্তর। পোগ্রামে চট্টগ্রাম জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ ও কন্জিউমার এক্সিকিউটিভ এর সনদ ও লগো প্রদান,মোট ১৪জনকে শপথ করান।

Author

আরও খবর

Sponsered content