মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুর আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন, গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শেষে রবিবার ২০ এপ্রিল-২০২৫ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এদিন মনোনয়নপত্র জমা দেন –সভাপতি পদে: হাসেম আলী, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম বাবলু, সহ-সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস মেগা, লাইন সেক্রেটারি পদে খলিলুর রহমান, কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম ঝন্টু, সদস্য পদে মীর সোলায়মান খোকন ও আব্দুল কাদের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সহকারী কমিশনার এ.এস.এম সাইদুর রাজ্জাক টোটন (পিপি, মেহেরপুর জজ কোর্ট) এবং মোখলেছুর রহমান স্বপন।
নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব গঠনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।