এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতা কুয়েত: কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে একটি ধারাবাহিক নিরাপত্তা অভিযানে ৪১১ জনকে আটক করেছে, যারা দেশটির আবাসন ও শ্রম আইনের বিরোধী হিসেবে চিহ্নিত। ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলা এই তীব্র অভিযানে দেশের সব প্রদেশে অভিযান পরিচালনা করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সাধারণ আবাসন তদন্ত বিভাগ এসব অভিযানের নেতৃত্ব দেয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র শ্রমিক নয়, নিয়োগদাতারাও আইনের আওতায় আসবেন যদি তাদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সকল নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করেন এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা আইন লঙ্ঘনের তথ্য প্রদান করেন। মন্ত্রণালয় মনে করিয়ে দেয়, আইনের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতাই একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনের মূল চাবিকাঠি।