সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
ইবির ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর বৃত্তির ফলাফল প্রকাশিত বিএনপি জনগণের কল্যানে কাজ করতে বদ্ধপরিকর-ডাঃ আব্দুল মজিদ যুবদল নেতা মিলনের মৃত্যুতে এস এম রফিকুল ইসলাম বাচ্চুর শোক প্রকাশ। চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ,স্ত্রী আটক, স্বামী পলাতক শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার ! সম্প্রীতির বন্ধনে দেশ গড়ার প্রত্যয়ে ঐতিহাসিক সেমিনার সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে ইবিতে বিক্ষোভ সমাবেশ

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন

Muktakathan News
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১ Time View

প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়: রাজধানীর বনানীতে নির্মমভাবে খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা।’ তারা বলেন, এ হামলায় সরাসরি জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

বক্তারা আরও অভিযোগ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠনটি এখন আর অরাজনৈতিক নেই। এটি একটি নব্য ফ্যাসিস্ট হিসেবে পরিণত হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে প্রশাসনকে প্রভাবিত করছে। তাদের আচরণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো, আর তারা দেশে এক নতুন ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চালাচ্ছে।’

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম নেতা আজমাইন সাকিব। তিনি বলেন, “ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করে সারা দেশের ছাত্রসমাজের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চলছে। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মাহমুদ ইমরান বলেন, “পারভেজ হত্যাকাণ্ড ছাত্র রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন সন্ত্রাস বারবার ঘটবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, জাফর, মো. মিরাজ, মো. হাবিব, মো. হাসান, মো. হোসেন, আলভী, মো. সাকিব মিয়া, তুহিন, সায়মন, তাহমিদ হক মামুন ও সোহাগ প্রমুখ।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ‘ভবিষ্যতেও সকল অন্যায়, সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।’

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102