আল আমিন, জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয়ের পক্ষে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৪ এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।রবিবার (তারিখ উল্লেখ করুন) জয়পুরহাট শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি বিতরণ করেন জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার।শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন: ১। অর্পিতা সরকার ২। সামারুন স্বস্তি ৩। শারমীন আক্তার সুমনা ৪। লামিয়া আক্তার ৫। মোছাঃ সানজিদা ইসলাম শ্রুতি ৬। শাহিদা আক্তার সুমি ৭। আঞ্জুমান আরা আঁখিএই সাতজন কৃতি শিক্ষার্থী তাদের শ্রেষ্ঠত্ব, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি হিসেবে আইজিপি শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এবং অন্যান্য শিক্ষার্থীরা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “এই শিক্ষাবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং একটি অনুপ্রেরণার উৎস। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গঠনে আরও বেশি আত্মবিশ্বাসী হবে। পুলিশ বাহিনী শুধু আইন-শৃঙ্খলা নয়, শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র ও বৃত্তির চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এই সম্মাননা পেয়ে আনন্দিত ও গর্বিত। তারা তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্যে পৌঁছাতে আরও মনোনিবেশ করবে বলে জানায়।
আইজিপি শিক্ষাবৃত্তি প্রতিবছর বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
এ ধরণের উদ্যোগকে শিক্ষাবান্ধব সমাজ গঠনে এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল।