প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৫ , ৪:০৬:১৩ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চার হাজার আটশত পিস ইয়াবা সহ স্বামী স্ত্রী ও শাশুড়ীকে আটক করেন
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসের এর নেতৃত্বে রবিবার ২০ এপ্রিল ২৫ বিকালে তারাকান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪,৮১৫(চার হাজার আটশত পনের) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ৪৮১৫(চার হাজার আটশত পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে আটককৃত ৩ জন আসামীর বিরুদ্ধে তারকান্দা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করার প্রক্রিয়া চলছে।