পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় মাধ্যমে
অনুষ্ঠিত হতে চলছে উপজেলা বিএনপির বার্ষিক সম্মেলন ২০২৫ ইং আগামী ২৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে । অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা রেজাউল করিম শাহীন৷
শনিবার (২০ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে তেঁতুলিয়া উপজেলা (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে তিনি সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন৷
এসময় তার সাথে তেঁতুলিয়া উপজেলা বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মনোনয়ন পত্র সংগ্রহের খবরটি মূহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়ায় নেতাকর্মীদের প্রশংসায় ভাসছেন তিনি৷ এছাড়াও বিভিন্ন নেতাকর্মীরা আসন্ন সম্মেলন ও নতুন কমিটতে সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শাহীনকে নির্বাচিত করতে ও সর্মথন জানাতেও দেখা যায়৷
এর আগে সকাল থেকে বিএনপির এ নেতার মনোনয়ন পত্র সংগ্রহের খবর শুনে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার মানুষ দলীয় অফিসের সামনে উপস্থিত হতে দেখা যায় ৷
জানা যায়,রেজাউল করিম শাহীন তেঁতুলিয়া উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন৷ এর আগে তিনি সফলতার সাথে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও বিএনপির এ নেতা তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে ৫ বছর দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক হিসাবেও রয়েছে তার ব্যাপক সুনাম৷ পঞ্চগড় চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গে কাজ করছেন নিরলসভাবে৷ বর্তমানে রেজাউল করিম শাহীনের নেতৃত্ব উপজেলা বিএনপি রয়েছে বেশ সক্রিয়। বিগত দিনেও দলীয় বিভিন্ন আন্দোলন,সংগ্রাম ও কর্মসূচীতে তার বলিষ্ঠ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদান দেখা যায়৷ এছাড়াও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন সময় নেতা কর্মীদের বিপদে- আপদে,সুখে-দুখে পাশে দাঁড়াত দেখা যায় বিএনপির এই নেতাকে।
একজন দানশীল, সমাজসেবক,জনপ্রতিনিধি, ব্যবসায়িক ও শ্রমিকনেতা নেতা হিসাবে এ নেতার জনপ্রিয়তা রয়েছে ব্যপক৷ বর্তমানে তিনি বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী রপ্তানিকারক গ্রুপের আহবায়ক,ভজনপুর ডিগ্রি কলেজ, মাঝিপাড়া ডিগ্রি কলেজ ও ভজনপুর দারুস সালাম নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
দলটির নেতাকর্মীরা জানান,বিগত হাসিনা সরকারের পতনের আন্দোলনসহ দলটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এই নেতার নেতৃত্ব ও অবদানে কাজ করছেন তারা৷ নেতাকর্মীদের যখনি কোন বিপদ হয় তখনি ছুটে যান। রাত-দিন দলটির জন্য নিরলসভাবে কাজ করছেন বলে জানান স্থানীয় অনেক নেতাকর্মী।
এবিষয়ে রেজাউল করিম শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি মানুষের জন্য রাজনীতি করি৷ বিগত দিনে তেঁতুলিয়া উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সংগ্রাম ও আন্দোলন করছি৷ দীর্ঘ দিন ধরে দলের জন্য কাজ করছি