সারাদেশ

মধুপুরে আরএফএল এর শো-রুম উদ্বোধন

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৫ , ৫:০২:১৭ প্রিন্ট সংস্করণ

বাবুল রানা, বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরের ময়মনসিংহ রোডে মেসার্স মধুপুর প্লাস্টিক হাউজে আরএফএল এর এক্সক্লুসিভ শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১এপ্রিল) দুপুরে শো-রুমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেড এর ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ তৌকিরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির।

এসময় আরও বক্তব্য রাখেন মধুপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা জামাতের সাবেক আমির মোন্তাজ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, আরএফএল শো-রুম এর মধুপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক সেলিম হোসেন, মেসার্স মধুপুর প্লাস্টিক হাউজের মালিক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।এসময় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, সুধীমহল ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোনাজাত ও কেক কাটা হয়।

Author

আরও খবর

Sponsered content