নিজস্ব প্রতিবেদক : ‘নিপীড়িত সাংবাদিকদের কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত মূলধারার গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সাভার রেডিও কলোনী এলাকার অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভার মাধ্যমে আগামী ছয় মাসের জন্য সমিতির ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিবেদক সোহেল রানাকে আহ্বায়ক এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—
যুগ্ম আহ্বায়ক:
আব্দুল মোতালেব (দৈনিক সংগ্রাম)
আহমেদ জীবন (দৈনিক সকালের সময়)
যুগ্ম সদস্য সচিব:
সিদ্দিকুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)
নির্বাহী সদস্য:
মুজাহিদ খাঁন কাওসার (রাজধানী টিভি)
জাহাঙ্গীর হোসেন রানা (দৈনিক মুক্ত খবর)
কমিটি গঠনের পূর্বে সভায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একত্র করে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটি পেশাদার সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান, পেশাগত নিরাপত্তা ও জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক গঠনের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে।
এ পর্যন্ত সংগঠনের সদস্যপদে আবেদন করেছেন ২০৪ জন সাংবাদিক, যা গুগল ফর্মের মাধ্যমে আহ্বান করা হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী।
সাভার উপজেলা সাংবাদিক সমিতি ভবিষ্যতে দেশের সাংবাদিক সমাজের সঙ্গে আরও দৃঢ় যোগাযোগ রক্ষা করে সদস্যদের জন্য একটি কার্যকর ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।