হিজলা প্রতিনিধিঃ দৈনিক দেশ বুলেটিন বরিশাল প্রতিনিধি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা থানা শাখার সভাপতি মোঃ মোস্তফকে, দৈনিক ক্রাইম নিউজ২৪ এর পেজ রিপোটার মোঃ মুনিরুল ইসলাম মারার হুমকি দেন।
কথিত দৈনিক ক্রাইম নিউজ ২৪ পেইজ এর রিপোটার্স মোঃ মুনিরুল ইসলাম, (কথিত আওয়ামীলীগের দালাল) অদ্য বেলা (আনুমানিক) ৩:১৫ মিনিটে দৈনিক দেশ বুলেটিন বরিশাল প্রতিনিধি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা থানা শাখার সভাপতি, মোঃ মোস্তফা নোমানীকে ফোন দিয়ে সন্ত্রাসী কায়দায় মারার হুমকি দেন।
জানা যায় তিনি স্বশিক্ষিত। নিজে কোনো পড়ালেখা না থাকায় অন্যদেরকে দিয়ে নিউজ লিখে থাকেন,এবং দলীয় বা মতের অমিল হলেই অন্যের বিরুদ্ধে নিউজ করেন।
তারি পরিপ্রেক্ষিতে সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে ফোন দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারা হুমকি দেন।
মোঃ মোস্তফা বলেন ৷ দৈনিক ক্রাইম নিউজ ২৪ এর রিপোর্টার মুনির উল হক হিজলা থানার আওয়ামীলীগের কুখ্যাত চাঁদাবাজ, দূর্নীতিবাজ, সরকারি কম্বল চোর রিপন খানের সহকর্মী ছিলেন। এবং রাসের স্মৃতির সময় এই মুনির হিজলা থানার বড়জালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলাউদ্দিন হত্যা মামলার ৩/৪ নং আসামী ছিলেন। এবং এলাকায় আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন রিপন খানের প্রভাবে গরীব ও নিরীহ মানুষকে মেরেছেন। কালাম মোল্লা নামে এক ব্যক্তির থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এবং প্রায় বিশ লক্ষ টাকার সম্পদ নষ্ট করেছেন। ৫ই আগষ্টের পরে তিনি নিজেকে আড়াল করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছায়াতলে আসেন। আর প্রভাব বিস্তার করতে বিভিন্ন চক্রান্তে লিপ্ত হচ্ছেন ৷
তাই তার হুমকির মুখে দৈনিক দেশ বুলেটিন এর রিপোর্টার ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা থানা শাখার সভাপতি মোঃ মোস্তফা ।
তিনি আরও বলেন ৷ বিষয়টি স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা শাখার বিভিন্ন দায়ীত্বশীলদেরকে অবহিত করেছেন এবং পরবর্তীতে স্থানীয় হিজলা থানায় নিরাপত্তার জন্য জিডি করা হবে।