মু. আমিনুল ইসলাম তারেক জেলা প্রতিনিধি গাজীপুর : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আকন্দের অকাল মৃত্যুতে গাজীপুর শ্রীপুরে নেমে এসেছে সর্বস্তরের শোকের ছায়া! এ সময় তার জানাজায় এসে উপস্থিত হন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও যুগ্ন আহবায়ক গাজীপুর জেলা বিএনপি এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ সময় উপজেলার বিএনপি’র সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,দুটি জানাজা অনুষ্ঠিত হয় একটি হলো শ্রীপুর বিশ্ববিদ্যালয় মাঠে সকাল ৯:৩০ মি: সময় আরেকটি অধ্যক্ষের নিজ গ্রাম কর্ণপুর অনুষ্ঠিত হয়।জানা যায় হাজার হাজার মানুষে জন সমুদ্রে পরিণত হয়। কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু বলেন একজন একজন সামাজিক নিবেদিত প্রাণ মানুষ ছিলেন তিনি, বিএনপি করার কারণে বিভিন্ন নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়েছে তাকে বিভিন্ন সময়ে! জোরপূর্বক তার চাকরি থেকে তাকে ইস্তফা দেওয়া হয়েছে, তিনি বলেন স্বৈরাচারী ফ্যাসিস্টদের জায়গা বাংলার জমিনে আর হবেনা, কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।