শিক্ষা ও ক্যাম্পাস

সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৫ , ৪:১৫:১০ প্রিন্ট সংস্করণ

মোঃ সাইফুল ইসলাম,সিলেট বিভাগীয় প্রধানঃ হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটিসামাজিক, স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। সিলেট নগরীর চান্দুশাহ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল হাফিজ স্পোর্টস ক্লাবের কো-অর্ডিনেটর ইমদাদ ইভান ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সিলেট মহানগরের সহ-সমন্বয়ক আরাফাত রহমান চৌধুরীর যৌথ উপস্থাপনায় কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় ।

হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক হাফিজ মাও. মো. ছালিম আহমদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমেডি কিং এর অভিনেতা ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সৈয়দ ফরহাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল মুহাইমিন মুসা , বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ আলী খান , ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচালক জনাব আবিদ হোসেন খান, চান্দুশাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব আহবাব মদনী জুয়েল সহ প্রমুখ ।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content