সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে এক হাজতির মৃত্যু

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ১:১৩:০৮ প্রিন্ট সংস্করণ

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রোববার (২৭ এপ্রিল) সকাল এগারোটার দিকে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ফজলুর রহমান আশুগঞ্জ সোহাগপুরের মৃত মনির হোসেনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, ১১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন ফজলুর রহমান। সকালে বুকের ব্যাথা উঠলে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতলে পাঠানো হয়েছে।সেখানে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content