মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় একটি ডোবা থেকে মজিদ (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার জোড়া ব্রিজের নিচের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মজিদ সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মেঘাই ইউনিয়নের মনছেরের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সে বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় পাগল বেশে ঘুরে বেড়াতেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ব্রিজ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকালে ব্রিজের নিচের ডোবার পানিতে ভেসে থাকা মরদেহটি দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তার পরিচয় সনাক্ত করে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টের পর
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।