জনপ্রিয় - নিউজ

আশুলিয়ায় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে জমি দখল চেষ্টার অভিযোগ

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৫ , ৫:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ার ওয়ারিশী সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের বিরুদ্ধে।

সোমবার (২৮ এপ্রিল) আশুলিয়ার গৌরীপুর এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদের জমি দখলে নিতে নিজেদের নামে সাইনবোর্ড বানিয়ে দেয় অভিযুক্তের লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কে.জি. মোর্শেদের নেতৃত্বে ৭০/৮০ জন রাজু আহমেদের জমিতে হামলা চালিয়ে তার সাইনবোর্ড ভেঙে নিজেদের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যায়।

ভুক্তভোগী রাজু আহমেদ অভিযোগ করে বলেন, আশুলিয়ার গৌরীপুর মৌজার ১ নং সিএস খতিয়ানে এক একর ৪৯ শতাংশ জমির মালিকানা আমার নামে। তবে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিটি দখলের চেষ্টা করছেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মাদবর। সোমবার সকালে আব্দুল ওয়াজেদ খানের ছেলে কে.জি. মোর্শেদ, সেচ্ছাসেবকদল নেতা ইলিন মাদবর ও তাইজুল দেওয়ান সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার জমিতে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে দখলে চেষ্টা করে।

রাজু আহমেদ বলেন, আমি আইনগতভাবে এই জমির বৈধ মালিক। আমার গৌরীপুর মৌজার সিএস খতিয়ান নং ১ অনুযায়ী এক একর ৪৯ শতাংশ জমির মালিকানা রয়েছে। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় দায়েরকৃত পিটিশন মামলা নং ১৭৯/২০২৪-এর সূত্র অনুযায়ী আমুক্তার দলিলের মাধ্যমে এই জমির বৈধ ভোগদখলকারী আমি। আমার কাছে জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র সঠিক রয়েছে। তবুও প্রভাবশালী মহল জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি করছি।

এ বিষয়ে জানতে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অছি ক্লোজড!

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুর, চান নিয়মিত নির্বাচন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮