বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে জমি দখল চেষ্টার অভিযোগ আমুয়ায় মৃত গরু জবাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে দেওয়ায় হামলার শিকার রাসেল, গ্রামবাসীর সুষ্ঠু তদন্তের দাবি ঠাকুরগাঁওয়ে অভিনয় কায়দায় ১ সপ্তাহে ৭টি অটোরিকশা একটি চক্র ছিনতাই করেছে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ  পল্লী উন্নয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ গুরুদাসপুরে প্রতারক চক্রের কবলে সাংবাদিক পরিবার,নিরাপত্তা চেয়ে সাংবাদ সম্মেলন সেনাবাহিনীর অভিযানে মেহেরপুরে চাঁদাবাজ আটক-৩ মায়ের বকুনির পর অভিমান করে মহনা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে সার্টফিকেটে নাম ভূল আসায় সংশোধন প্রসঙ্গে.. আশুলিয়ায় ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

পল্লী উন্নয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ

Muktakathan News
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৫ Time View

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে এই সৌজন্যে সাক্ষাৎ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ডালিম মোল্লা, সহকারী শিক্ষক কানাই দাস কুন্ডু, আফরোজা খাতুন, তিমির কান্তি পাল, প্রশান্ত সরকার, সুদর্শন মৈত্র, লাবলী সুলতানা, স্বপ্না নন্দী, মল্লিক মনিরুজ্জামান’সহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব ও পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বলেন, দীর্ঘ সতের বছর পর স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছি, আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আমি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হতে পেরে নতুন স্বাধীনতা অর্জনের মহানায়ক ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মৃত্যুবরণ করছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এ বিদ্যালয়কে বাগেরহাটের ভিতরে একটি মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এজন্য বিদ্যালয়ের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। যেহেতু এটি একটি বালিকা বিদ্যালয় এখানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে যত রকম কাজ করা দরকার সবকিছুই আমি করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এলাকায় যে সমস্ত বখাটে ছেলেরা আছে, যারা মেয়েদেরকে বিভিন্নভাবে ইভটিজিং করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষকদের সাথে আলোচনা করে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল বলেন, এতদিন যারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তারা সবাই ছিল সিনিয়র কিন্তু এবার আমরা একজন নবীন ম্যানেঞ্জিং কমিটির সভাপতি পেয়েছি। তিনি আজ সভাপতি হয়ে প্রথম আমাদের বিদ্যালয়ে এসেছেন এমনটি নয়, তিনি বিগত সময়ে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকমূলক কাজে সহযোগিতা করেছেন। ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা তিনি আমাদের সাথে থেকে সমাধান করেছেন। এমন তরুণ একজন ব্যক্তিকে আমরা সভাপতি হিসেবে পেয়ে খুবই আনন্দিত।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102