দেলোয়ার হোসেন,বিশেষ প্রতিনিধিঃ আমি জান্নাতুল মাওয়া মাফিয়া, পিতা আবদুর রাজ্জাক, মাতা রোকেয়া বেগম। জন্ম তারিখ ০৫/০২/১৯৯০ শ্রীপুর, গাজীপুর।
এইমর্মে হলফ পূর্বক ঘোষণা করিতেছি যে,আমি হলফ কারী একজন প্রাপ্তবয়স্ক,জন্মসুত্রে বাংলাদেশী। আমি আমার ভালো-মন্দ হিতাহিত সমস্ত বিষয়ে অবগত আছি ও সিদ্ধান্ত নিতে পারি বটে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকা এর অধীনে –২০০৫ ইং সালে, রোল নং-১০৪৫৮২,রেজিষ্ট্রেশন নং ৬৯০৫১৮ এর সার্টিফিকেট ভূলবশত আমার নাম Mafeya/মাফিয়া লিপিবদ্ধ আছে। যাহা বর্তমানে সংশোধন করা আব্যশক। প্রকৃত পক্ষে আমার দাখিল সার্টিফিকেট নাম Jannatul Mawa Mafeya/জান্নাতুল মাওয়া মাফিয়া লিপিবদ্ধ হইবে। যাহা সত্য ও সঠিক। যাহা জন্ম সনদ ও কাবিন নামায় লিপিবদ্ধ আছে। Mafeya/মাফিয়া এর পরিবর্তে আমার শুদ্ধ নাম Jannatul Mawa Mafeya/জান্নাতুল মাফিয়া মাওয়া লিপিবদ্ধ হইবে।