রাজনীতি

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৫ , ১০:০২:৩০ প্রিন্ট সংস্করণ

আহত

ওসমানীনগর প্রতিনিধি আখলু খাঁন: সিলেটের ওসমানীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ভাই বোন।(২৯ এপ্রিল) সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দিলন মিয়ার বসতবাড়ির বাউন্ডারি দেয়াল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের আব্দুস সহিদের ছেলে গোলাম রব্বানী গংদের সঙ্গে। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষ চলাকালে গোলাম রব্বানী সোহেল ও জুয়েলের হাতে থাকা ধারালো ছুরি এবং সুলপির আঘাতে প্রবাসী দিলন মিয়া (৬৫) ও তাঁর আপন বোন হাজের আলী পান্না (৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী জিতু মিয়া বলেন, “দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমরা আগেও সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।”

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content