উৎসব অনুৃষ্ঠান

নানা আয়োজনে বারহাট্টায় মহান মে দিবস উদযাপিত

  প্রতিনিধি ১ মে ২০২৫ , ১১:৪৪:০৮ প্রিন্ট সংস্করণ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:

“দুনিয়ার মজদুর, এক হও, এক হও, এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

র‌্যালিটি গোপালপুর বাজার গরুহাট্টা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার সভাপতি শেখ ফরিদ আহম্মেদ হাবলু, সাধারণ সম্পাদক সাদেকুজ্জামান খন্দকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, মাসুদ ফকির, বণিক সমিতির সভাপতি শহীদুর রহমান শহীদ, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।এ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার সভাপতি শেখ ফরিদ আহম্মেদ হাবলু বলেন, আজ বৃহস্পতিবার মহান মে দিবস। আজকের এই দিন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে বাংলাদেশসহ সারা বিশ্বে এ দিবসটি পালিত হচ্ছে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা আজ বারহাট্টায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন করছি।

অপরদিকে উপজেলা প্রশাসন ও বারহাট্টা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করে।

Author

আরও খবর

Sponsered content