আব্বাস উদ্দিন,ক্রাইম রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে মোগলটুলা ও চানমণিপাড়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকদের মধ্যে এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায় , রাইস মিলে ধান ভাঙানোকে কেন্দ্র করে চানমনি পাড়ার এলন মিয়ার লোকজন এবং মোগলটুলার মহব্বত মিয়ার লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহতদের মধ্যে ইউএনও মো. মোশাররফ হোসেন এবং ওসি মো. রফিকুল ইসলাম রয়েছেন। ওসির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, দায়িত্ব পালনকালে ইউএনও ও ওসি আহত হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউএনও ও ওসি আহত হওয়ায় সরাইলে সাধারণ মানুষের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া করতে দেখা যায়।
তারা বলেন ইউ এনও এবং ওসির মতো এরকম অফিসার আগে কখনো সরাইল আসেনি। ওনাদের মতো ব্যক্তিরা আহত হওয়া খুবই দুঃখজনক ।
০১৭১৫৭৫৬২১০