আজাদ হোসেন আওলাদ মিয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২ মে) সকাল আনুমানিক সাড়ে দশ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের কিশোরগঞ্জ -বড়ভিটা সড়কের জুরাবান্ধা ব্রিজ সংলগ্ন এলাকায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,শুক্রবার সকালে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেন। সেচ ক্যানেলে ভাসমান লাশের খবর শুনে স্বজনরা এসে লাশের সনাক্ত করেন।লাশের স্বজনরা জানান, গঙ্গাচড়া উপজেলার দোলাপাড়া (ক্লিনিকপাড়া) গ্রামের মৃত আজগর আলীর ছেলে নজরুল ইসলাম (৬৩) গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিলো।পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও পাননি তাকে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম তিস্তা সেচ ক্যানেল থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।