এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ বাগমারা বাজারে আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন হিসেবে “হেলথভিউ ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার” যাত্রা শুরু করেছে। আধুনিক প্রযুক্তি এবং উন্নতমানের সেবাদানের অঙ্গীকার নিয়ে এই সেন্টারটি স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
এই প্রতিষ্ঠানটিতে রয়েছে ডিজিটাল এক্স-রে মেশিন এবং আধুনিক ইসিজি মেশিন সহ আরও বিভিন্ন পরীক্ষার সুবিধা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা এখানে নিশ্চিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির স্লোগান, “গুণগত যত্ন সবসময়”, প্রতিফলিত করছে তাদের মানসম্পন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি। এলাকার জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী।
সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে মাহদী টাইলস এন্ড স্যানিটারি সংলগ্ন, বাগমারা বাজার, লাকসাম রোড, লালমাই, কুমিল্লা ঠিকানায়। রোগীরা এখানে সহজেই যোগাযোগ করতে পারবেন নিম্নোক্ত নম্বরে:
01731-321628, 01843-713384, 01805-106001
ইমেইল: healthvue2025@gmail.com