বাংলাদেশ

বারহাট্টায় ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ আটক

  প্রতিনিধি ২ মে ২০২৫ , ১:২৮:১২ প্রিন্ট সংস্করণ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বারহাট্টা গোপালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। মঞ্চ ভাংচুর, আগুন জ্বালানো ও ককটেল নিক্ষেপ মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে এই নেতাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করেন বারহাট্টা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর নাম ফয়সাল আহমেদ। সে উপজেলা গোপালপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ফয়সাল আহমেদ বারহাট্টা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু ৩ সেপ্টেম্বর ২০২২ সালে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো, ককটেল নিক্ষেপ ও মারপিটের অভিযোগ এনে ২ সেপ্টেম্বর ২০২৪ সালে বারহাট্টা থানায় একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেমসহ ৫৯ জনকে আসামি করেন। এছাড়া অজ্ঞাত আসামি করা হয় ৩০/৪০ জনকে।ওসি কামরুল হাসান বলেন, মঙ্গলবার রাতে রাজনৈতিক মামলার একজন অজ্ঞাত আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এই আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Author

আরও খবর

Sponsered content