মো: ছালিম আহমদ খান,সিলেট জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং-এর আয়োজনে এক আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় নগরীর মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও উত্থাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিপি শ্রমিক উইং-এর কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ এবং সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট-এর সদস্য সচিব নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনসিপি-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এছাড়াও বক্তব্য দেন জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহান, জেলা সংগঠক ফয়সাল আহমদ , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক সালমান খুরশেদ, মাহবুবুর রহমান, আবু সাঈদ, সামাজিক ব্যক্তিত্ব তাহমিনা আক্তার রুজিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।