উৎসব অনুৃষ্ঠান

দীর্ঘ ১৬ বছর পর অনুস্ঠিত হযেছে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ মে ২০২৫ , ১০:৩১:২৪ প্রিন্ট সংস্করণ

স্টাপ রিপোর্টার মোঃ আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড়:  পঞ্চগড়ে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন।

আজ শনিবার (০৩মে) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়।

এর আগে পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা শোভাযাত্রা ও শ্লোগান নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়।

প্রথম অধিবেশনে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, কেন্দ্রীয় কিমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রিনা পারভীন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকেলে শুরু হবে।

৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পঞ্চগড় সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।

এদিকে প্রথম অধিবেশনে বক্তারা দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করতে অধিবেশনে তাদের মতামত ব্যক্ত করেন।
০৩/০৫/২০২৫

Author

আরও খবর

Sponsered content