পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ফকির পাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ইনছান আলী এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
গত বৃহস্পতিবার (১ মে ) বিকালে তেঁতুলিয়ায় দরগাসিং গ্রামে ঘটনা ঘটে।
আটক এর পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত শিক্ষকের নাম ইনছান আলী। তিনি পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলার তিরনই হাট ফকির পাড়া দাখিল দবতেদায়ী মাদ্রাসার আরবি
বিষয়ের শিক্ষক এবং মহিগছ
গ্রামের বাসিন্দা পিতা মৃত আনোয়ার খাঁ
পুত্র।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানায়, নারীর
আত্মীয়তার সম্পর্কে বাড়িতে একা পেয়ে কৌশলে ধর্ষণের চেষ্টা চালায়, সে সময়ে নারী আত্মচিৎকার শুরু করলে
তাকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করেন।
অভিযোগ রয়েছে এই শিক্ষক প্রতারণা
করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করতেন প্রতিবন্ধি ওই নারীকে।
প্রত্যক্ষদর্শী সুত্র বলেন, ইনছান আলীর
বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ ছিল।পরে তাকে আপত্তিকর অবস্থায়
আটক করে পুলিশে দেয়া হয়।
ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক
সভাপতি মো. আব্দুল হাকিম
বলেন, ফকির পাড়া মাদ্রাসার শিক্ষক মো. ইনছান আলী এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা তিনি তেমন ভালো লোক নয়।
এব্যাপারে বুধবার ইউপি চেয়ারম্যান মোঃ আলমগির হোসাইন বলেন, প্রধান শিক্ষক ইনছান আলী
নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরার ঘটনাটি সত্য। তাকে জিজ্ঞাসা করায়ও তিনিও বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুসা মিয়া
বলেন, অভিযুক্ত ওই শিক্ষক অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায়
মডেল থানা বাদী হয়ে ওই নারী শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা লিখিত অভিযোগ পেশ করেন।