রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
সাভারে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র সীমান্তে মাইক্রোবাসে মাদক পাচারকালে চালক সহ আটক-২ জন  বেলকুচিতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক কমিটির অনুমোদন গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি’র ওয়ান স্টার সনদ অর্জন,সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন তেতুলিয়া নারীর সাথে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার শিক্ষক আটক  বাল্যবিবাহ প্রতিরোধে নতুন পদক্ষেপ — ২২ ও ১৮ বছরের কমে বিবাহ হলে নিবন্ধন বন্ধ সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে নদীভাঙন এলাকা পরিদর্শন করেন ইউএনও দীর্ঘ ১৬ বছর পর অনুস্ঠিত হযেছে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নোয়াখালীতে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত

Muktokathan news
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,  আহমদ রেজা  :  গত কাল রোজ শুক্রবার ২ মে ২০২৫ ইং সকল ৮ থেকে পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেচ্ছসেবকরা দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত।

পতেঙ্গার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Patenga Welfare Foundation(PWF) এর ব্যবস্থাপনায় এবং ‘bin ghalib Group of Companies’ এর অর্থায়নে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন এ মানবিক সংগঠনটি।

আর্থিক ভাবে অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব ‘খাদ্য-পণ্য’ বিতরণ করা হয়।এলাকার আশ পাশে যে সকল অসহায় দিন মজুর,রিকশা চালাক, গরিব খেটে খাওয়া মানুষের মাঝে সংকটময় অল্প আয়ের পরিবারে খাদ্য-পন্য বিতরণের সহযোগীতায় একালার সকলের মুখে হাসি আনন্দ প্রকাশ করে বলেন। তাদের খাদ্য -পণ্য গুলো প্রতি বছর এলাকার ( পি ডাব্লিউ এফ ) সংযোগীতায় স্বেচ্ছাসেবকদের মধ্যে খাদ্য-পণ্য বিতরণ করে থাকে। শান্তি শৃংখলা বজায় রেখে প্রত্যেকটা পরিবারে মাঝে সে সব খাদ্য – পণ্য বন্টন করেন। সে সাথে সার্বিক অর্থায়নে ‘bin ghalib Group of Companies’ পরিদর্শন করে কার্যক্রম টি সম্পন্ন করেন।

‘bin ghalib Group of Companies’ এর নির্দেশনা অনুযায়ী পতেঙ্গা ও ফটিকছড়ি, হাটহাজারী এবং বোয়ালীয়ার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনসহ প্রায় ২,৮০০ পরিবারের মাঝে এ’খাদ্য-পণ্য’ বিতরণ করে।

উক্ত কার্যক্রমে সংগঠনের সভাপতি- নেজাম উদ্দীন, সিঃ সহ-সভাপতি- মুরাদ বেগ, সহ-সভাপতি- ইসতিয়াক হোসেন, সিঃ সহ-সভাপতি- দিদারুল আলম, সাধারণ সম্পাদক- শাহ্ আরমান, অর্থ সম্পাদক- রেজাউল করিম, যুগ্ম সম্পাদক- ইফতেখার আলম, নির্বাহী সদস্য- আনসার বেগ, আব্দুস সবুর সহ প্রমুখ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনসমূহঃ- Human Aid Patenga, শান্তি সংঘ সহ যে সমস্ত বন্ধু প্রতীম সংগঠন সমুহ তালিকা তৈরিতে সহযোগিতা করেন বলে জানায়। এ সংস্থা নিজ নিজ দায়িত্ব নির্দেশনায় বিতরণী কাজ সুন্দর ভাবে সম্পন্ন করে।

এ সহযোগী সংগঠনের বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়ে উক্ত কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক অবদান রাখেন। পতেঙ্গা ওয়েল ফেয়ার ফান্ডেশনের জনাব আজম বেগ। এ একালার সকলে মাঝে প্রশংসায় প্রশংসিত তিনি ।আজম বেগ জানান আমার এলাকা ও আাশে পাশে অসহায়ের মাঝে খাদ্য পণ্য বিতরনে খুবই ভালো লাগছে কিন্তু আগামীতে আরো বাড়ানো চেষ্টা।

অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব ‘খাদ্য-পণ্য’ বিতরণ আমার কাছে ভালো লাগে তাই প্রতি বছর ন্যায় এবার বিতরণের কাজ টি সম্পন্ন করতে পেরে। আল্লাহ পাকের নিকট শুকিয়া আদায় করছি। যারা সেচ্ছায় সেচ্ছায় সেচ্ছসেবক কাজে সহযোগিতা করছেন তাদের আন্তরিক অভিনন্দন জানায়।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102