বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার পচিশা মৌজার দুটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রবিবার (৪মে) উপজেলার পচিশা এলাকায় পাইপ ড্রিংকের কারখানায় গিয়ে দেখা যায় বিএসটিআই এর অনুমোদন নেই। প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য মুদ্রিত নেই।
সুমির চানাচুর উৎপাদনকারী আশিক ফুড প্রোডাক্টসে গিয়ে দেখা যায় ইঁদুরে কাটা মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেটের আটা ব্যবহার করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। এছাড়া বিএসটিআই এর লাইসেন্স নেই।
উল্লিখিত অপরাধে কারখানা দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি দল।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
০৪-০৫-২০২৫