সারাদেশ

রামপালে সড়ক নির্মাণে অনিয়ম পুলিশি হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  প্রতিনিধি ৪ মে ২০২৫ , ২:৩০:০০ প্রিন্ট সংস্করণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালের কৈগর্দাসকাঠি খেয়াঘাট সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়ম ও পুলিশি হয়রানির অভিযোগে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (৪ মে) বিকাল ৫ টায় উপজেলার কৈগর্দাসকাটি গ্রামে এ মানববন্ধন করেছেন গ্রামবাসী। এ সময় দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাজেদ ফকির, যুগ্ম সম্পাদক সাবজান ফকির, আ. হামিদ শেখ, মাজহারুল ইসলাম, তানিয়া বেগম, আলেয়া বেগম, নূর ইসলাম গাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া এবং বালু ব্যবহার করা হচ্ছে। সড়কের দুই পাশে প্রয়োজনীয় পাইলিং না করেই কাজ সম্পন্ন করা হচ্ছে, যা ভবিষ্যতে টেকসই হবে না। এ প্রতিবাদ করায় ঠিকাদার সোহেল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তারা। তারা দাবি করেন, রামপাল থানার ওসি আতিকুর রহমান এলাকাবাসীকে হুমকি দিয়েছেন এবং নারীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন। এলাকাবাসী দ্রুত প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে কাজ সম্পন্ন করা এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। ঠিকাদারকে অনিয়মের কোনো সুযোগ দেওয়া হবে না।

অভিযোগের বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, কিছু ব্যক্তি রাস্তার কাজে চাঁদা দাবি করায় তা বন্ধ হয়ে যায়। পরে আমরা গিয়ে পুনরায় কাজ শুরু করি এবং পরবর্তীতে কেউ যেন বাধা না দেয় সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করি। তিনি আরও জানান, চাঁদা দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Author

আরও খবর

Sponsered content