বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! মধুপুরে এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১০ দিন ধরে মাটিতে পড়ে আছে ৩৩ হাজার ভোল্টের তার পাইকগাছায় বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪২৩ মেট্রিক টন   বাগেরহাটের রাখালগাছিতে কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিতকরণ সভা ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী কুড়িগ্রাম উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি, হারুনর রশীদকে ১৫ দিনের কারাদণ্ড জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ! ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শুল্ক উদ্বেগে সোনার দাম দুই সপ্তাহের সর্বোচ্চে, নজর এখন ফেডের সিদ্ধান্তে

ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

Muktokathan news
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০ Time View

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে ৬ মে মঙ্গলবার শহরের তাঁতীপাড়াস্থ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
“মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স গার্ডেনিয়ার স্বত্তাধিকারী মো: নূর-এ-শাহাদাৎ স্বজন, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: মোমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা অ্যাম্পায়ার ও স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি এ্যাড. আশিকুর রহমান রিজভী, ঠাকুরগাঁও জেলার ক্রীকেট কোচ মো: রোকনুজ্জামান রাহাত প্রমুখ।
টুর্নামেন্টের আহবায়ক মো: নূর-এ-শাহাদাৎ স্বজন জানান, আগামী ৮ মে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। টুর্নামেন্টে ঢাকা, পাবনা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও ঠাকুরগাঁওয়ের ৩টি উপজেলার দল মিলে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। ৭ মে
বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জাতীয় টিমের সাবেক ফুটবলার আরফাত আলি রনি সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো:- ঠাকুরগাঁও ইয়্যুথ কাব, দিনাজপুর ডিমেনেটর্স, সৈয়দপুর ফিউচার স্টার ইলেভেন, হ্যালো পান্ডা ওয়ারিয়র্স যশোর, পীরগঞ্জ ক্রিকেট একাডেমী ঠাকুরগাঁও, বেঙ্গল বয়েস ক্রিকেট একাডেমী দিনাজপুর, এ এস স্পোর্টস দেবীগঞ্জ পঞ্চগড়, ডোপ স্ট্রাইকার্স ঢাকা, সৃজন ওয়ারিয়র্স ঠাকুরগাঁও, রাণীশংকৈল ক্রিকেটার্স ঠাকুরগাঁও, বাংলা লায়ন ক্রিকেট একাডেমী সৈয়দপুর, মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন ঢাকা, পাবনা ক্রিকেটার্স, ইজি বাংলা লিমিটেড ঢাকা, রাজশাহী ওয়ারিয়র্স ও দিনাজপুর ইমাজিং বয়েস দিনাজপুর। আগামী ১৭ মে টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102