সারাদেশ

পাইকগাছায় বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪২৩ মেট্রিক টন  

  প্রতিনিধি ৬ মে ২০২৫ , ৫:৪৫:৪১ প্রিন্ট সংস্করণ

এম জালাল উদ্দীন:পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় ২০২৫-২৬ অর্থ বছরে ৪২৩ মেট্রিক টন বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে খাদ্য গুদাম চত্বরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সংশ্লিষ্ট খাদ্য বিভাগ।

জানা যায়, এ বছর অত্র উপজেলায় ৫ হাজার ৯৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবাদকৃত জমি থেকে ১৮ হাজার ২৪২ মেট্রিক টন বোরোধান উৎপাদন হয়েছে বলে উপজেলা কৃষি অফিস জানান। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ,জিএম শাহেদুজ্জামান বাবু, মাহবুবুর রহমান, কৃষক আব্দুল খালেক, বিশ্বনাথ দাশ, অনাথ বন্ধু মন্ডল, ভবতোষ বাছাড়, আব্দুল মালেক, প্রণব সরদার ও সুভাষ সরকার সহ অনেকে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে৷

    View all posts

আরও খবর

Sponsered content