এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় সোনার দাম মঙ্গলবার দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বেড়ে যায় এই প্রেক্ষাপটে।
গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩২ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩,৩৬২.৬৯ মার্কিন ডলারে দাঁড়ায়, যা ২২ এপ্রিলের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ১.৫ শতাংশ বেড়ে ৩,৩৭০.৪০ ডলারে পৌঁছে।
সোনার এই ঊর্ধ্বগতির পেছনে ট্রাম্পের ঘোষণা রয়েছে—তিনি বিদেশে নির্মিত সকল চলচ্চিত্রের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে ওষুধের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন।
“শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা স্থিতিশীলতা খুঁজতে সোনার দিকে ঝুঁকছেন,” বলেন আইজি-র বাজার বিশ্লেষক ইপ জুন রং।
এদিকে বিনিয়োগকারীদের দৃষ্টি এখন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিবৃতির দিকে, যা আগামীকাল বুধবার আসবে এবং ভবিষ্যতের অর্থনৈতিক নীতিমালা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।