এইচ এম এরশাদ, আন্তর্জাতিক সংবাদদাতাঃ বৃহস্পতিবার কুয়েতের সাধারণ শুল্ক প্রশাসন আজ জানিয়েছে যে, তারা একটি পেশাদারভাবে লুকানো ৩৫৯১ বোতল মদের চালান জব্দ করেছে। এই মদগুলো ২০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনারে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল, যা একটি বিদেশি দেশ থেকে এসেছিল।
কুয়েত নিউজ এজেন্সি (কুণা)-কে দেওয়া এক বিবৃতিতে শুল্ক বিভাগ জানায়, কন্টেইনারটিতে শক্ত কেবল রোল থাকার কথা বলা হলেও সন্দেহ হওয়ায় তাতে তল্লাশি চালানো হয়। পরে দমকল বিভাগের বিশেষজ্ঞ দল সহযোগিতায় বক্রগুলো খোলা হয় এবং সেখান থেকেই মদের বোতলগুলো উদ্ধার করা হয়।
তদন্ত শেষে নিশ্চিত হওয়া গেছে যে, কন্টেইনারে আর কোনো অতিরিক্ত মাদক দ্রব্য নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, কড়া নজরদারির মাধ্যমে ভবিষ্যতেও এই ধরনের অপরাধ প্রতিরোধে পদক্ষেপ অব্যাহত থাকবে।