আল আমিন,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোরদা মৌজার বাসিন্দা মোঃ আপেল (পিতা: কেরামত), যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, অবশেষে আইনের জালে ধরা পড়েছেন। গতকাল রাতে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবির ওসি ও পাঁচবিবি থানার ওসির সমন্বিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মোঃ আপেল বাগজানা ইউনিয়নের একজন বহুল আলোচিত ও বিতর্কিত চরিত্র। আওয়ামী লীগের শাসনামলে তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। স্থানীয়ভাবে তাকে “মাদক সম্রাট” হিসেবে চিহ্নিত করা হয়। ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।
গত ৫ আগস্ট জয়পুরহাটে নতুন স্বাধীনত বাংলা ঘোষণার মধ্য দিয়ে, যে ৬ জন শহীদে হয়েছে তার মধ্যে শহীদ বিশাল হত্যাকাণ্ডে মোঃ আপেলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তিনি ওই মামলার ১২৩ নাম্বার আসামি।
শিক্ষার ছোঁয়া না লাগলেও, স্থানীয়ভাবে বিসিএস ক্যাডারদের মতো বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। ক্ষমতাসীন নেতাদের ছত্রছায়ায় থেকে তিনি গড়ে তোলেন বিপুল সম্পদের পাহাড়। তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটিরও বেশি টাকা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদকপাচারের জন্য সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে তিনি একটি সুসংগঠিত অপরাধ জগৎ গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেছে, “অবশেষে বিচার শুরু হলো মাদকের গডফাদারের।”