বাংলাদেশ

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে সাভার ও আশুলিয়ায়  গণজমায়েত

  প্রতিনিধি ১০ মে ২০২৫ , ৩:২৬:১১ প্রিন্ট সংস্করণ

মোঃ মনির মন্ডল, সাভারঃ আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে ৩ দফা বাস্তবায়নে সাভার ও আশুলিয়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন  জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন শ্রমিক উইং ও  স্থানীয় ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) বিকেল তিনটা থেকে নবীনগর-চন্দ্রার বাইপাইল ও ঢাকা আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্বরে (পাকিজা মোড়) অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা।

নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসুচী অংশ হিসেবে বিকাল ৪ টায় বাইপাইল মোড় এলাকায় জড়ো হতে থাকে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্রজনতা। তাদের সাথে যোগ দেন স্থানীয় জনতা। এরপর অবস্থান নিয়ে  আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিকেল তিনটা থেকে একই দাবিতে সাভারের ইয়ামিন চত্বরে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ চান এনসিপির নেতারা। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

গণজমায়েত থেকে এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক মোঃ রিফাত আহম্মেদ ইমন বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আমরা বাইপাইল এলাকায় গণজমায়েতের ডাক দেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে আমাদের সাথে স্থানীয় ছাত্র-জনতা যোগদান করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে।

এসময় নাগরিক কমিটির ফাহাদ, মেহেদি, সজীব, তাওহীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমরান, টুটুল, হৃদয় ও জামায়াতে ইসলামের পক্ষ থেকে মো. মনির উপস্থিত ছিলেন

Author

আরও খবর

Sponsered content