সারাদেশ

নর্থ বেঙ্গল সুগার মিলের নারী কর্মকর্তার একাধিক অন্তরঙ্গ ভিডিও দিয়ে ব্লাকমেইল করার চেষ্টা,সিআইসি শাফি আটক

  প্রতিনিধি ১০ মে ২০২৫ , ৩:১৪:৫৯ প্রিন্ট সংস্করণ

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত নর্থ বেঙ্গল সুগার মিলের নারী কর্মকর্তার একাধিক অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্লাকমেইল করার চেষ্টা র ঘটনায় একই মিলে কর্মরত শফিউদৌলা শাফি নামের এক সিআইসিকে গ্রেফতার করেছে লালপুর থানার পুলিশ।শুক্রবার দিবাগত রাতের ভোর বেলায় উপজেলার দুড়দুড়িয়া গ্রামে শাফির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউদৌলা শাফি দুড়দুড়িয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, শাফিউদৌলার সঙ্গে নর্থ বেঙ্গল সুগার মিলে চাকুরির সুবাদে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শাফিউদৌলার। ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখে। বিষয়টি জানতে পেরে সেসময় বিষয়টি মিমাংসা করা হয়। পরে গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করে।

অন্যথায় ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদানক করে ঐ নারীকে।পরে ঐ নারী বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানা যায়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান সংবাদ কর্মীদের জানায়,শুক্রবার রাতে ভুক্তভোগী নারী লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এঘটনায় রাতেই অভিযান চালিয়ে শফিউদৌলা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে,এবং শনিবার সকালে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content