আবহাওয়া

তেতুলিয়ায় কালবৈশাখী ঝড়ো হাওয়া বসতবাড়ি ও গাছ ভেঙে পড়েছে

  প্রতিনিধি ১২ মে ২০২৫ , ৩:৪৫:৩৪ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি:  তীব্র তাপপ্রবাহের মাঝে উত্তরের জেলা পঞ্চগড়ে কালবৈশাখীর প্রভাব দেখা দিয়েছে। একইসঙ্গে ঝড়ো বাতাসের সাথে ঝরেছে স্বস্তির বৃষ্টি।

রোববার (১১ মে) সন্ধ্যা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত বিচ্ছিন্নভাবে জেলা সদরসহ তেঁতুলিয়া উপজেলায় ঝড়সহ বৃষ্টিপাত নামে। এ সময় তেমন ক্ষয়ক্ষতিসহ কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিভিন্ন স্থানে কিছু সংখ্যক বসতবাড়ি ও গাছ ভেঙে পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াসের মাঝে কালবৈশাখী ঝড়ের সঙ্গে হঠাৎ এই ঝড় বৃষ্টি দেখা দেয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮ থেকে ২০ কিলোমিটার। অপরদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ মিলিমিটার।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তীব্র তাপপ্রবাহের পর সন্ধ্যা থেকে কালবৈশাখীর প্রভাব নিয়ে বিচ্ছিন্নভাবে হঠাৎ ঝড়বৃষ্টি নেমেছে। আবারও বিচ্ছিন্নভাবে ঝড়োবৃষ্টি দেখা দিতে পারে। তবে আগামী ১৫ মের পর থেকে আরও বৃষ্টিপাত নামবে বলে জানান তিনি।

এদিকে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, পাথর শ্রমিক আব্দুল বাসেদ (৬০) নামে এক বৃ্দ্ধের ঘর ভেঙে পড়ে। বসবাসের একমাত্র ঘরটি ভেঙে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, আব্দুল বাসেদের একমাত্র সহায়-সম্বল ছিল এই ঝুপড়ি ঘরটি। এই ঘরে তিনি বসবাস করতেন। কোন রকম খেয়ে না খেয়ে দিন চলে। সেই ঘরটি এখন কালবৈশাখীর ঝড়ে ভেঙে তছনছ হয়ে গেছে। এই ঘর ভাঙে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন তিনি।

আব্দুল বাসেদ বলেন, আমার থাকার একমাত্র ঘরটি হঠাৎ ঝড়ো বৃষ্টিতে ভেঙ্গে গেছে। এখন কী হবে, কই যাব? কোথায় থাকব জানি না। সব শেষ হয়ে গেছে।

এদিকে গত কয়েক দিনের গরমের পর স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে জনমনে। সমাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভিডিও পোস্ট করে জানিয়েছে প্রশান্তির কথা।

তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী জানান, হঠাৎ ঝড় বৃষ্টিতে আব্দুল বাসেদের বসতঘরটি ভেঙে গেছে। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপাতত খাদ্যদ্রব্যের ব্যবস্থা করা হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, ওনার ঘর ভাঙে যাওয়ার বিষয়টি শুনেছি, সহযোগিতা করা হবে।

Author

আরও খবর

Sponsered content