আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ নানা বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লুসাইবার হােসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শিশু লুসাইবার মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মওদুদ আহমেদ শুভ’র একমাত্র ছেলে।
সােমবার ১২ মে-২০২৫ সকালে যশোরের ঝিকরগাছা বাজারে শিশু লুসাইবার তার নানীর সাথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি মােটরসাইকেলের ধাক্কায় মারা যায়।
নিহত লুসাইবার এর দাদা ধলা গ্রামের রুহুল আমীন কালু মেম্বার জানান,লুসাইবারের নানা বাড়ি যশােরের ঝিকরগাছা এলাকায়,সে ১৫ দিন আগে নানা বাড়িতে বেড়াতে যায়,সোমবার সকালে নানীর সাথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় নানী ও নাতি দুর্ঘটনায় পড়ে, এসময় নাতি লুসাইবার গুরুতর জখম হলে,তাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন, চিকিৎসাধীন অবস্থায় লুসাইবা মারা যায়।
এদিকে, একমাত্র সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা ও আত্মীয়-স্বজনরা।